বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

দুবলারচরে ট্রলারসহ ১৪ জেলে আটক 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 

দুবলারচরে ট্রলারসহ ১৪ জেলে আটক 

পূর্ব সুন্দরবনের দুবলারচর এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় গত সোমবার রাতে বনরক্ষীরা একটি ফিশিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছে। এসময় তিনটি জাল ও ২ বোতল কীটনাশক জব্দ করা হয়েছে। আটক জেলেদের মঙ্গলবার (২৭ জুন) বাগেরহাট আদালতে চালান দেয়া হয়েছে। বর্তমানে সুন্দরবনে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা চলছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের স্মার্ট টিমের সদস্যরা নিয়মিত টহলকালে গত সোমবার রাতে দুবলারচরের মধ্যের কিল্লা খালে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় একটি ফিশিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করে। এ সময় বনরক্ষীরা তিনটি মাছ ধরা জাল ও দুই বোতল কীটনাশক জব্দ করে।

আটক জেলেরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের শাহ আলম সরদার (৪৫), একই গ্রামের আলাউদ্দিন বাওয়ালী (৫০) ও সজীব হাওলাদার (৩৫), বিষখালী গ্রামের বিল্লাল মোল্লা (৩০), একই গ্রামের আ. হান্নান (৩৫), বড় আন্দারমানিক গ্রামের রুহুল আমিন শিকদার (৪০), মোরেলগঞ্জ উপজেলার পূর্ব আমতলী গ্রামের আবুল বাশার (৪৮), ফাসিয়াতলা গ্রামের বিল্লাল হাওলাদার (৩০), একই গ্রামের ছগির শিকদার (৪০) ও মাহাবুব হাওলাদার (৪৫), আমতলী গ্রামের শাহাদত হাওলাদার (৩৫), পশ্চিম বরিশাল গ্রামের জাহাঙ্গীর সরদার (৪০) এবং বাগেরহাট সদরের মুনিগঞ্জ গ্রামের আ. ছত্তার (৫০) ও পাটরপাড়া গ্রামের কুদ্দুস হাওলাদার (৪০)।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান জানান, বর্তমানে সুন্দরবনে মৎস্য আহরণ ও পর্যটক প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে রেঞ্জ কর্মকর্তা জানিয়েছেন।

টিএইচ